[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নিজস্ব সংবাদদাতাঃ শরীয়তপুর জেলার পন্ডিতসার কেন্দ্রিক সমাজ সচেতন ও সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান FAS (Foundation for Accelerating the Society) আসন্ন ঈদ উপলক্ষ্যে অতি দরিদ্র ৫০ জন পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঈদ সামগ্রী দান করে ঈদের মহিমাকে আরো প্রোজ্জল করে তোলেন।
তাদের এই সমাজ হিতৈষিক কার্যক্রম একদিকে যেমন দরিদ্র জনসাধারণের প্রতি সম্প্রীতি ও ভালবাসার চিহ্নহিসাবে চিহ্নিত হয়ে থাকবে অন্যদিকে তাদের এই উদ্যোগ অন্যদেরকেও সমান সেবার কাজে অনুপ্রানিত করে।
পন্ডিতসারা উচ্চ বিদ্যালয়ের কক্ষে আয়োজিত এই প্রাতিষ্ঠানিক উদ্যোগে সর্বসম্মতিক্রমে প্রধান অতিথির আসন আলোকিত করেন পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন।
পরবর্তীতে FAS এর পক্ষ থেকে সর্বসম্মতি ক্রমে জনাব মুরসালিনকে ফাউন্ডেশনের এক মাত্র উপদেষ্টা হিসাবে ঘোষণা করে তাকে যথাযথ উপঢৌকন দিয়ে বরণ করা হয়। তিনি ফাউন্ডেশন কর্মকর্তাদের নিকট বর্তমান কর্মকান্ডের সম্পূর্ণ তালিকা এবং কর্মসূচীর বিবরণ চেয়েছেন।