[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গতকাল ২৩ আগস্ট শোকের মাস উপলক্ষে ডিপ্লোমা চিকিৎসকদের অন্যতম সংগঠন স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ(স্বাডিচিপ), মুন্সীগঞ্জ জেলা গজারিয়া শাখা কর্তৃক গুয়াগাছিয়া ইউনিয়ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল চেক-আপ ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত স্বাস্থ্য সেবা প্রোগ্রামে উপস্থিতি ছিলেন মুন্সীগঞ্জ জেলার ডিপ্লোমা চিকিৎসকগণ।
গুয়াগাছিয়ার কৃতী সন্তান ডা: মো: সাইফুদ্দিন আনোয়ার (সভাপতি, স্বাডিচিপ, মুন্সীগঞ্জ জেলা শাখা), ডা: তপন কুমার দাস (সাধারন সম্পাদক স্বাডিচিপ, মুন্সীগঞ্জ জেলা শাখা) ও ডা: জাহাঙ্গীর খাঁন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াছ সরকার, জনাব আমান উল্লাহ মাস্টার, জনাব মাইনুদ্দিন দেওয়ান। জামালপুর গ্রাম উন্নয়ন সংঘ কর্তৃক ৩০ নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল চেক-আপ ও ফ্রি তে ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।