কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে ইমাম-উলামা পরিষদের বিক্ষোভ

রবিবার, নভেম্বর ৯, ২০২৫,৪:০৭ অপরাহ্ণ
0
3

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে শনিবার (১৫ নভেম্বর) ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় তাড়াইল উপজেলা ইমাম-উলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে গণ জমায়েত করে।

তাড়াইল উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি ও তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার পরিচালক শায়খুল হাদীস আল্লামা ফয়েজুদ্দীনের সভাপতিত্বে ও তাড়াইল-সাচাইল কাছেমূল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা লুৎফুর রহমান এর পরিচালনায় গণজমায়েতে উদ্বোধনী বক্তব্য রাখেন, তাড়াইল ইমাম উলামায়ে পরিষদের সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমাদ।

এছাড়াও গণজমায়েতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনঃ
ইমাম উলামা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ও জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগর এর মুহতামিম মাওলানা ফখরুদ্দীন, জাওয়ার ইমদাদুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা আইনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির তাড়াইল উপজেলার সাধারন সম্পাদক সারওয়ার আলম, জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার শায়খুল হাদীস মুফতী মুসলেহুদ্দীন, জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার মুহতামিম মাওলানা মুস্তফা হুসাইন, মোজাফরপুর লুৎফিয়া দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা বুরহানুদ্দীন, গজারিয়া আতহারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হক,দিগদাইর মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের, হেরা মাদরাসার মুহতামিম মাও.আব্দুর রউফ, তাড়া্ইল বাজার বড় মসজিদের খতীব মাওলানা এমদাদুল্লাহ, তাড়াইল উপজেলা জামে মসজিদের খতীব মাও.ফরীদ উদ্দীন, বুরগাও আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাও.শফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মাও. সাইফুল ইসলাম, খেলাফত মজলিশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা আব্দুর রহীম, মাওলানা শাহজাহান, প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে