[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নাসরিন নাজ : রংপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা।
গত ৭ মে রাতে রংপুর সিটির উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, গাছ পড়ে গেছে, দেয়াল ভেঙে গেছে, চালা উড়ে গেছে, আহত হয়েছে বেশ কজন, ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, বিদ্যুৎের তার ছিঁড়ে গেছে, মৌসুমের ফল আম ঝরে পড়েছে।
জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রংপুর স্টেশন সংলগ্ন খেরবাড়ি কেডিসি রোড আলম নগর এলাকায়।
খেরবাড়ি কেডিসি রোড এলাকাটি নিচু হওয়ার ফলে অল্প বৃষ্টিতেই এলাকা তলিয়ে যায়, জলাবদ্ধতায় পড়ে সাধারণ জনগণ। দূর্ভোগ চরমে পৌঁছে যায়।
স্থানীয় প্রসাশন ও জনপ্রতিনিধিদের জরুরি ভিত্তিতে নজর দেয়া প্রয়োজন বলে সুশীল সমাজ মনে করেন।