ধর্ষককে শনাক্ত করেছে ঢাবি শিক্ষার্থী

বুধবার, জানুয়ারি ৮, ২০২০,৫:৩২ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় তিনজন সন্দেহভাজনের মধ্যে একজনকে ছবি দেখে শনাক্ত করেছেন ওই ছাত্রী। সে ব্যক্তি অটোরিকশা চালক বলে জানা গেছে। আজ বুধবার দুপুরের পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়ছে র‌্যাব সূত্র। সন্দেহভাজন ওই ব্যক্তিকে কখন আদালতে পাঠানো হবে তা এখনো জানানো হয়নি। এছাড়া সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ছাত্রীর মোবাইল ফোনসহ মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। আজ বুধবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ধর্ষণকারী এক ব্যক্তি আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে ঢাবির বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে রাস্তার পাশে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে