৬ মে প্রকাশ হবে ২০১৯ সালের এস এস সি ও সমমান পরীক্ষার ফলাফল

শনিবার, মে ৪, ২০১৯,৫:১৫ পূর্বাহ্ণ
0
134

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল২০১৯ ( এসএসসি রেজাল্ট ২০১৯ ) প্রকাশের তারিখ ৬ মে নির্ধারণ করা হয়েছে। গত ০৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে এ সম্পর্কে জানা গেছে।

ওইদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপুমনি এই ফল প্রকাশ করবেন।সেখানেই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরা শিক্ষা মন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।

আগে প্রথমে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হতো।এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানাতেন।কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে থাকায় তা হচ্ছে না।

দুপুর দুইটার পর থেকে ইন্টারনেট, মোবাইলের এসএমএস মাধ্যমে ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল প্রকাশ করা হবে।


মোবাইল এসএমএস এর মাধমে এসএসসি ফলাফল ২০১৯ জানা যাবে যেভাবেঃ

SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর <Space> রোল নম্বর <Space> পাসের বছর

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ
SSC
DHA 123456 2019 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর <Space> রোল নম্বর <Space> পাসের বছর

এরপরপাঠিয়েদিন 16222 নম্বরে

উদাহরণঃ
Dakhil MAD 123456 2019 পাঠিয়ে দিন
16222নম্বরে।

এসএসসিভোকেশনালেরজন্যঃ
SSC<Space> আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর <Space>রোল নম্বর<Space>পাসের বছর

পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ
SSC Tec 123456 2018 
পাঠিয়ে দিন16222নম্বরে।

এসএসসি ২০১৯ এর তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা গত ০২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ০২ মার্চ শেষ হয়।আর ০৩ থেকে ১০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন।এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১জন ছাত্র।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে