স্বনির্ভর জাতি গঠনে তৃণমূল নারীর ক্ষমতায়ন জরুরি : স্পিকার

মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২০,১১:৫৮ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

 স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তৃণমূল নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর জাতি গড়া সম্ভব। একজন আত্মপ্রত্যয়ী ও স্বনির্ভর মা পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আজ রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে ‘পুনাক বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

 ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। নারী পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। নারী উদ্যোক্তা তৈরি ও তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে নারী পুলিশ কল্যাণ সমিতি (পুনাক) আরো অগ্রণি ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার বলেন, স্বনির্ভর নারী গঠনে বাংলাদেশ পুনাক উল্লেখযোগ্য ভূমিকা রাখছে- যা প্রশংসনীয়। উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত হয়ে পুনাক সদস্যরা কাজ করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। নতুন ক্ষেত্রসমূহে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য পুনাক সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। নিজস্ব প্রচেষ্টায় সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে গেলে অর্জিত হবে কাঙ্ক্ষিত লক্ষ্য-অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে তিনি মন্তব্য করেন।

স্পিকার এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার প্রদান করেন। পরে তিনি আনন্দমেলা উপলক্ষে আয়োজিত পুনাকের স্টল পরিদর্শন করেন।

পুনাকের সভানেত্রী হাবিবা জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজিএমই-এর সভাপতি
ড. রুবানা হক বক্তব্য রাখেন।

তথ্যসূত্র : পিআইডি

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে