সৌদি আরবে সহকর্মীর গুলিতে তিন সেনা সদস্য নিহত

মঙ্গলবার, জুন ২৫, ২০১৯,৯:২১ পূর্বাহ্ণ
0
54

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সহকর্মীর গুলিতে সৌদি আরবের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় সেনাঘাটিতে এ ঘটনা ঘটেছে।

আরবি ভাষার সংবাদ সংস্থা ‘আস-সাবাক নিউজ’ নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিন সেনাকে হত্যার পর ঘাতক সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে সূত্রটি দাবি করেছে।তবে সৌদি আরবের সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তারা এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। সৌদি আরবের জিযান প্রদেশটি ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত। সেখানে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী হামলা চালাচ্ছে।

দরিদ্র প্রতিবেশী ও মুসলিম দেশ ইয়েমেনে ২০১৫ সাল থেকে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। ইয়েমেনে মানুষ হত্যার প্রতিবাদে স্বাধীনচেতা কোনও সেনা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে