সিলেটের মাধবপুরে দ্রুতগামী বাসের চাপায় নিহত ১

বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯,১০:৫২ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় দ্রুতগামী বাসের চাপায় নিহত হয়েছেন ফিরোজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি ।এই ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে ।মৃত ফজলু মিয়ার ছেলে ফিরোজ মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের আলিনগর গ্রামের ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কুমিল্লা ট্রান্সপোর্ট নামের যাত্রীবাহী একটি বাসের চাপায় ফিরোজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মুসলেহউদ্দিন উদ্ধার করেন লাশ ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে