সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা

বুধবার, মে ২৮, ২০২৫,১:৪০ অপরাহ্ণ
0
12

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

“উদ্ভাবনের উদ্দীপ্ত , ভবিষ্যতের শক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৫তম উদ্যোক্তা উন্নয়ন মেলা ও প্রতিযোগিতা—২০২৫। ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৬৯ ও ৭০ ব্যাচের উদ্যোগে একাডেমিক কোর্সের অংশ হিসেবে রোববার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে এই মেলার আয়োজন করা হয়।

বেলা ১২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস—চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, মীর গ্রুপের পরিচালক ইবনাত সিফাত। এসময় উপন্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম সহ বিভাগের শিক্ষকবৃন্দ। সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কহিনুর কামাল।

প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী চৌধুরী বলেন, ব্যবসায়ীরা শুধু মুনাফা লাভের জন্য ব্যবসা পরিচালনা করেন না বরং অর্থনীতির চাকা সচল রাখতে এবং কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেন তারা। শিক্ষার্থীরা অধ্যায়নরত অবস্থায় এই ধরনের আইডিয়া নিয়ে কাজ করছে দেখে আমি মুগ্ধ। আমি মনে করি উদ্যোক্তা মেলার আজকের এই ধারণা তা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগাবে। আমার বিশ্বাস আগামীর বাংলাদেশে আপনাদের মতো শিক্ষার্থীরাই অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, ছাত্রজীবন থেকে উদ্যোক্তা হওয়ার যে মানসিকতা তোমাদের মধ্যে তৈরি হয়েছে তা সত্যিই প্রশংসাযোগ্য। এই ধরনের আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীরা চাকরি নেয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে চাকরি দেয়ার মানসিকতা অর্জনে সক্ষম হবে। তরুণ শিক্ষার্থীরা যদি উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশে নতুন নতুন ব্যবসার প্রসার ঘটাতে পারে তাহলে কর্মসংস্থানের চাপ অনেকাংশে কমে যাবে।

মূলত ব্যবসার প্রসার ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ সেমিস্টার ভিত্তিক এ মেলার আয়োজন করে থাকে। সহকারী অধ্যাপক তাসনিম ইসলামের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এবার ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৬৯ ও ৭০তম ব্যাচের শিক্ষার্থীরা ০৯টি স্টলে তাদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। সমাপণী অনুষ্ঠানে সেরা স্টল ও প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে