[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শিক্ষার্থীদের উদ্দেশ্য আশে পাশের কারো কাছ থেকে সহায়তা পাওয়া যাবে,এমন আশা নিয়ে পরীক্ষার হলে না যাওয়ার পরামর্শ দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন। সম্প্রতি পাঠানটুলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান সহ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা সংগীত পরিবেশন করে। চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবদুল কাদের।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক নেজামুল হক বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, রাজনীতিক আবদুর রশীদ লোকমান, অভিভাবক সদস্য সাঈদুল আলম বুলবুল,হালিমা বেগমসহ শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সিটি মেয়র বলেন নিজের ওপর শতভাগ বিশ্বাস রাখাই শ্রেয়। এর আগে তোমরা পিএসসি,জেএসসি এবং নির্বাচনী পরীক্ষায় সফল হয়ে এই পর্যায়ে এসেছো। তাই এ চুড়ান্ত পরীক্ষায় তুমি পারবে এবং তোমাকে পারতেই হবে। যে কোনো পরীক্ষা হচ্ছে মুল্যায়নের একমাত্র পদ্ধতি । শিক্ষা ক্ষেত্রে একজন শিক্ষার্থীর জন্য এসএসসি পরীক্ষা হচ্ছে জীবনের প্রথম মাইল ফলক। এই পরীক্ষার মাধ্যমে দীর্ঘ দশ বছরের শিক্ষা জীবনের যাচাই – বাছাই হয়। এর মধ্য দিয়ে শুরু হয় উচ্চ শিক্ষার প্রথম ধাপ। এমনকি এস.এস.সি পরীক্ষা জীবনের লক্ষ্য স্থির করার পথ। আগেকার পরীক্ষা আর এখনকার পরীক্ষার মধ্যে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তাই এখনকার পরীক্ষার্থীরা অনেক সৌভাগ্যবান। তারা সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে। এতে শিক্ষা গ্রহনে পুরানো নীতিতে কষ্ট করতে হচ্ছে না । অল্প সময়ে বেশী শিখা সম্ভব । লেখা পড়ায় অধিক মনোযোগী হয়ে চিন্তাশক্তির বিকাশ ঘটিয়ে ভাল ফলাফল করা সম্ভব বলে মেয়র উল্লেখ করেন। মেয়র বলেন এস.এস.সি পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকট্ াদিন বাকী। এর মাঝে সকল পরীক্ষার্থী তাদের সকল প্রস্তুতি শেষ করে নিয়েছে। তাই আর যেটুকু সময় আছে,তাতে নতুন করে কোনো কিছু না পড়া, না শিখাই ভাল।পুরানো যা পড়া হয়েছে, বারবার ঝালাই করা উচিত। তিনি বলেন মনের সাহস যে কোনো ব্যাপারে একটা ইতিবাচক প্রভাব ফেলে। এরজন্য মেয়র কয়েকটি বিষয়ে অধিকতর গুরুত্ব দিতে পরীক্ষার্থীদের পরামর্শ দেন।
তিনি বলেন পরীক্ষার প্রথম দিন প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর অন্ততঃ এক ঘন্টা আগে পরীক্ষা হলে পৌঁছার চেষ্ঠা করতে হবে। এছাড়া বাড়ী থেকে পরীক্ষা হলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দরকারী জিনিসপত্র বিশেষ করে প্রবেশপত্র,রেজিষ্ট্রেশন কার্ড, কলম, পেনসিল, ঘড়ি ইত্যাদি সংগে আছে কিনা তা দেখে নেওয়ার আহবান জানান মেয়র। পরে তিনি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।