সময়মত মশার ওষুধ না কেনার দায় সিটি কর্পোরেশনের ও সরকার এড়াতে পারে না: হাইকোর্ট

সোমবার, আগস্ট ২৬, ২০১৯,১০:৪০ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেশের উচ্চ আদালত মন্তব্য করেছেন সময়মত কার্যকরী মশার ওষুধ না কেনার দায় সিটি কর্পোরেশনের পাশাপাশি সরকার এড়াতে পারে না। এ মন্তব্য করেন সোমবার (২৬ আগস্ট) সকালে বিচারপতি তরিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানিতে ।

এ সময় ঢাকার দুই সিটি করর্পোরেশনের আইনজীবী আদালতকে প্রতিবেদন দিয়ে জানান,ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। এ সময় আদালত বলেন, সরকারের পদক্ষেপ এখনো পর্যাপ্ত নয় ডেঙ্গু প্রতিরোধে। হাইকোর্ট ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি এবং দায়ীদের চিহ্নিত করতে বিচারবিভাগীয় কমিটি গঠন করতে চান। বুধবার এ বিষয়ে আদেশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে