‘শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করছেন’

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২০,৭:৪৪ অপরাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধি: তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়ন ও রাস্তা ঘাটের উন্নয়ন করে প্রতিটি গ্রামকে ধীরে ধীরে শহরে রুপান্তর করছেন।

নাটোরের সিংড়া উপজেলা আদিবাসী আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় শুকাশ ইউনিয়নের বেলোয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল অনডে ম্যাচের শুভ উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, এই শুকাশ ইউনিয়ন একসময় সন্ত্রাস কবলিত ইউনিয়ন হিসাবে সিংড়া উপজেলার কাছে পরিচিত ছিল। এখানে দিনে দুপুওে মানুষের কাছ থেকে ছিনতাই করা হতো। ডাকাতের ভয়ে মানুষ সারা রাত জেগে পাহাড়া দিতো। সেই শুকাশ এখন সন্ত্রাস মুক্ত এলাকায় পরিণত হয়েছে। আমি অনুরোধ করবো এই এলাকার শিশু-কিশোর তরুণ তারা যেন সমাজের উন্নয়নে সচেষ্ট থাকে। তারা যেন মাদক থেকে নিজেকে দুরে রেখে খেলা-ধুলার মধ্য দিয়ে সুস্থ্য দেহে সুন্দর মন নিয়ে বেড়ে উঠতে পারে। তাদের জন্য সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন।

আদিবাসী ফুটবল অনডে ম্যাচ খেলার পরিচালনা কমিটির সভাপতি সরেশ চন্দ্র উরাঁও এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড ওহিদুর রহমান শেখ,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, শুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, শুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল ইসলাম, শুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক হালিম হাসমত সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী এই ফুটবল অনডে ম্যাচ খেলায় দিনাজপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও গোয়ালবাতা মিশন ঢাকা সহ ৮ জেলার ৮টি আদিবাসী ফুটবল দল অংশ নেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে