শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণ নিহত

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯,৯:০১ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর নামক স্থানে নজরুল ইসলাম (১৬) নামে এক তরুণ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে সিলেট-আখাউড়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান এবং তিনি বলেন, কর্তব্যরত স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সম্ভবত জালালাবাদ মেইল ট্রেনের নিচে কাটা পড়ে সে নিহত হয়েছে। নজরুল ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি-অটোরিকশা চালাত বলে জানা গেছে। ট্রেন লাইনের মধ্যে দ্বিখণ্ডিত অবস্থায় লাশ উদ্ধার করার সময় তার জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে