[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
অপর্ণাচরণ সি.ক বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ এবং র্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্তসহ প্রতিষ্ঠানকে চসিকের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে বলে ঘোষনা দিলেন চসিক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ।
তিনি বলেন, সমাজ, দেশ ও জাতির উন্নয়নে মেধার কোন বিকল্প নেই। মেধাবী ও আলোকিত নাগরিকরাই দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে সক্ষম। মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ক্ষুধা-দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ বর্তমান শিক্ষার্থীদের হাত ধরে বাস্তবায়িত হবে।
নীতি-নৈতিকতা, মেধা-মননে মূল্যবোধ সম্পন্ন সুনাগরিকরাই দেশ ও জাতির সম্পদ। তিনি মেধাবী শিক্ষার্থীর গর্বিত অভিভাবকদের দেশের শ্রেষ্ঠ নাগরিক আখ্যায়িত করে বলেন, সন্তানদের সুযোগ দিন-তাদেরই মাধ্যমে আমাদের আকাংখা বাস্তবায়িত হবে। আজ মঙ্গলবার সকালে অপর্ণাচরণ সি.ক বালিাকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। চসিক কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ জারেকা বেগম।
এ সময় পরিচালনা পর্ষদের সদস্য এ এ এম সাইফুদ্দিন, ওমর আলি ফয়সাল, কৃষ্ণ কুমারী সি/ক স্কুলের প্রধান শিক্ষক আহমেদ হোসাইন, সহকারী প্রধান শিক্ষক মো. ইসমাইল, বার্ষিক মিলাদ কমিটির আহ্বায়ক মো. নিজাম উদ্দীন আনোয়ারীসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।