র‌্যাশফোর্ডের জোড়া গোলে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০১৯,৬:০০ পূর্বাহ্ণ
0
48

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

র‌্যাশফোর্ডের জোড়া গোলে টটেনহ্যামকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড জয়ের পথে ফিরেছে। বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল।

খেলা শুরুর মাত্র ছয় মিনিটের মাথায় র‌্যাশফোর্ড দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে এগিয়ে দেন। সতীর্থের ব্যাকপাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শট মারেন তিনি। গোলরক্ষকের হাতে লেগে পোস্ট ছুঁয়ে জালে জড়ায় বল।মাঝখানে বেশ কয়েকটা আক্রমণ-প্রতি আক্রমণ হলেও সফলতা মেলেনি।

এরপর ৩৯তম মিনিটে ডেলে আলির নৈপুণ্যে সমতায় ফেরে টটেনহ্যাম। ছোট ডি-বক্সের মুখে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্য দিয়ে কোনাকুনি শটে গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতেই চার মিনিট পর ফের গোল করে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর খেলার শেষ মুহূর্তে যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণের সুযোগ সামান্য ভুলের কারণে হাতছাড়া করেন র‌্যাশফোর্ড। ১৫ ম্যাচে পাঁচ জয় ও ছয় ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে