[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজবাড়ীর পাংশায় শওকত আলী মণ্ডল (৪০) নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাগডুলি বাজারে। উপজেলার পশ্চিম বাগডুল গ্রামের নাজির মণ্ডলের ছেলে নিহত শওকত আলী। তিনি মৌড়াত ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শওকত আলী রাতে উপজেলার বাগডুলি বাজরে অবস্থান করছিলেন। এ সময় তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে কয়েকজন দুর্বৃত্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি।
মৌড়াত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিক বলেন, গত উপজেলা নির্বাচনে শওকত আলী নৌকার পক্ষে কাজ করেন। প্রতিপক্ষের লোকজন এ কারণে তাঁকে পিটিয়ে হত্যা করেছে। পাংশা থানার ওসি আহসান উল্লাহ বলেন, হত্যার রহস্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
 
            


