রংপুর-৩ আসনে চলছে মক ভোটিং কার্যক্রম

বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০১৯,৮:৪৫ পূর্বাহ্ণ
0
71

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণের প্রস্তুতিমূলক মক ভোটিং কার্যক্রম। বিকেল ৫টা পর্যন্ত চলবে মক ভোটিং। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে সকাল ১০টার পর থেকে শুরু হয় মক ভোট।

এ সময় সাধারণ ভোটাররা ইভিএমে ভোট দেয়ার খুঁটিনাটি বিষয় জেনে নেন। পরে ছায়া ভোট দেন তারা। এর আগে মক ভোটিংয়ের জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ইভিএম সরঞ্জাম বিতরণ করেন। মোট ১৭৫টি কেন্দ্রের প্রত্যেকটিতে ৩টি করে ইভিএম মেশিন দেয়া হয়।

মক ভোটিং শেষে ইভিএম মেশিনগুলো আবারো নির্বাচন কার্যালয়ে ফেরত আনা হবে বলে জানা গেছে। রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণের কথা রয়েছে। নির্বাচনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ৬৭১ জন। ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হয় রংপুর-তিন আসন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে