যে কোনো মূল্যে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯,১:৪৯ অপরাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যে কোনো মূল্যে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।  এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকার প্রয়োজনীয় সব কিছু করবে।

আজ রাঙ্গামাটি  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সভাপতিত্বে  তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলে।        

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি রক্ষায় শান্তি চুক্তি বাস্তবায়ন করেছে। ইতোমধ্যে চুক্তির অধিকাংশ বাস্তবায়ন করা হয়েছে। পার্বত্য অঞ্চলের বিবদমান সংগঠনগুলো নিজেদের পারস্পরিক দ্বন্দ্বে পাহাড়ে অশান্তির পায়তারা করছে। এসব দল, উপদল ও আন্তঃকোন্দলের কারণে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।

সভাপতির বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, গত ১০ বছরে শুধু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাধ্যমে ১০ হাজার কোটি টাকার কাজ  হয়েছে। আরো অনেক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন। আলোচনা সভায় আরো বক্তৃতা করেন ভারত  প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য দীপংকর তালুকদার ও বাসন্তী চাকমা, স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, আইজিপি ড. জাবেদ পাটোয়ারি, আনসার ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ,  চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, র‌্যাব এর মহাপরিচালক বেনজির আহমেদ। এছাড়াও ব্রিগেড কমান্ডার, সেক্টর কমান্ডার,  তিন পার্বত্য জেলার জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক,  পুলিশ সুপার-সহ ঊর্ধ্বতন প্রশাসনিক  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: পিআইডি

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে