[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
যুক্তরাষ্ট্রে কানসাস অঙ্গরাজ্যের একটি বারে গুলিতে চারজন নিহত হয়েছেন। রোববার (৬ অক্টোবর) স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে এক টুইট বার্তায়। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তবে ঠিক কোথায় এ ঘটনা ঘটেছে তা জানানো হয়নি। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলার পর একজনকে পালিয়ে যেতে দেখা গেছে। কেন বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি।
টেক্সাসে দুটি পৃথক হামলায় ৪৪ জনকে হত্যার কয়েকদিনের মাথায় এ হামলার ঘটনা ঘটল।































