[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মোংলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সন্ত্রাসী হামলায় আহত স্কুল শিক্ষিকা প্রণতি মল্লিককে খুলনা মেডিকেলে নেয়া হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেলে নেয়া হয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৫ অক্টোবর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুল শিক্ষিকা প্রণতি মল্লিককে এলাকার দিলিপ, পিয়াস, দিপ্ত ও জেমসসহ ৮ থেকে ১০জন যুবক রাস্তায় ফেলে মারধর করে।
পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় গুরুতর আহত অবস্থায়। এদিকে, হামলার ঘটনায় থানায় মামলা না নেয়ার অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার।