মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি,অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে

সোমবার, জুলাই ১, ২০১৯,৬:৫২ পূর্বাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি জানান, শনিবার পর্যন্ত সাবেক এই রাষ্ট্রপতির শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়েছিল। কিন্তু গতকাল সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। ফুসফুসে পানি চলে এসেছে। দেখা দিয়েছে ইনফেকশন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। জিএম কাদের বলেন, বিদেশে চিকিৎসার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আছে তা চিকিৎসকদের নির্দেশনার ওপর নির্ভর করছে। সিএমএইচের চিকিৎসায় আমাদের আস্থা আছে। ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন। তিনি বলেন, অর্থের অভাবে এইচ এম এরশাদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না এটা সম্পূর্ণ ভুল।  তাছাড়া তিনি এখনো সংসদের বিরোধীদলীয় নেতা। সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, তার চিকিৎসার অর্থ রাষ্ট্রও দেবে। এদিকে গত বৃহস্পতিবার পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদে বলেছিলেন, অর্থের অভাবে এরশাদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, এই কথা কেন বলা হয়েছিল জানতে চাইলে মহাসচিব রাঙ্গা বলেন, সংসদে বলা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে মিডিয়াতে। তিনি বলেন, আমি বলেছি ‘এরশাদ দুর্নীতি না করায় তার চিকিৎসার জন্য তার নিজের কাছে কোনো অর্থ আজ নেই।’ পার্টির নেতা-কর্মীরা শেষ সম্বল দিয়ে হলেও এইচ এম এরশাদের উন্নত চিকিৎসা করাবে। এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায় প্রমুখ। এদিকে এরশাদের উন্নত চিকিৎসার অর্থ নেই এমন বক্তব্যে ক্ষুব্ধ জাপা নেতা-কর্মীরা। অর্থাভাবের প্রশ্নই আসে না। জিএম কাদের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের উন্নত চিকিৎসার জন্য অর্থের সংকট নেই। পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, এরশাদ সাহেবের চিকিৎসা করতে টাকা লাগে না। সিএমএইচে তার সর্বোচ্চ চিকিৎসা চলছে। উনার উন্নত চিকিৎসার জন্য অর্থ সংকট হবে না।

পার্টির অর্থ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার বলেন, অর্থের অভাবে এইচ এম এরশাদের উন্নত চিকিৎসা হচ্ছে না, একথা সঠিক নয়। এইচ এম এরশাদের পর্যাপ্ত অর্থ রয়েছে। আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদ বলেন, সিএমএইচ কর্তৃপক্ষ চাইলে উন্নত চিকিৎসার জন্য এরশাদকে বিদেশে নিয়ে যাব। অর্থাভাবের প্রশ্নই আসে না।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে