মুম্বাইয়ে বন্যায় আটকে পড়া ট্রেন থেকে সহস্রাধিক যাত্রীকে উদ্ধার করল নৌবাহিনী

রবিবার, জুলাই ২৮, ২০১৯,৮:৫২ পূর্বাহ্ণ
0
83

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতের মুম্বাইয়ে বন্যায় আটকে পড়া একটি ট্রেন থেকে উদ্বার করা হয়েছে অন্তত এক হাজার যাত্রীকে । হেলিকপ্টার, জরুরি সেবাপ্রদানকারী নৌকা এবং ডুবুরি দল নিয়ে এই উদ্ধার অভিযানে নামে দেশটির নৌবাহিনী । জানা যায়, গত কয়েকদিন ধরে টানা বর্ষণের ফলে শহরটি ভয়াবহ বন্যার কবলে পড়েছে । গত শুক্রবার শেষ রাতে মুম্বাই থেকে মহালক্ষ্মী নামের ওই ট্রেনটি ছেড়ে যায় কোলহপুরের উদ্দেশে । কিন্তু বন্যার কারণে গতকাল সেটি যেতে পারে মাত্র ৬০ কিলোমিটার । কিন্তু প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ছাড়াও রেল লাইন তলিয়ে যায় পাঁচ থেকে সাঁত ফুট পানির নিচে ।

মুম্বইয়ের অদূরে ছোট শহর ওয়াঙ্গানির কাছাকাছি গেলে উপায় না পেয়ে  বন্ধ রাখা হয় ট্রেন। ট্রেনে থাকা কর্মকর্তা-কর্মচারীরা যাত্রীদের উদ্দেশে জানান, তারা যেন কেও না নামে ট্রেন থেকে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।এরপর আটকা পড়া ট্রেনের যাত্রীদের উদ্ধারে সামরিক হেলিকপ্টার, দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) রবারের ডিঙ্গি ও উদ্ধারকারী দল পাঠিয়ে সব যাত্রীকে শনিবার বিকালের মধ্যে উদ্ধার করা হয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে