মাদরাসার ছাত্রীদের উত্যক্তকালে বখাটে আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯,৫:১০ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বগুড়ার শাজাহানপুরে ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত সাগর (১৯) নামে এক বখাটের তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফুয়ারা খাতুন ভ্রাম্যমাণ আদালতে এই আদেশ দেন।

থানার এসআই ওবায়দুল আল মামুন জানান, সোমবার দুপুরে উপজেলার শাবরুল আস্তান শরিফ দাখিল মাদরাসার ছাত্রীদের ইভটিজিং করাকালে শিক্ষকরা শাবরুল বাগানীপাড়ার ঠান্ডু মিয়ার ছেলে সাগরকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাগরকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে