মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২০,৫:৫১ পূর্বাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে তার মায়ের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম শুনতি রানী (৫০)। আর ঘাতক ছেলের নাম সুমন (২৮)। শুনতি রানী গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার আশা ঘোষের স্ত্রী।

সুমনের চাচাতো ভাই রতন জানান, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মায়ের কাছে টাকা চান সুমন। মা টাকা দিতে রাজি না হলে কথাকাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এর ফলে শুনতি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর সুমনের মাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। সুমনকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে