ভোট নিশ্চিত করতে সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান তাবিথের

মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২০,৮:৩৯ পূর্বাহ্ণ
0
23
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল নিজেদের ভোট নিশ্চিত করতে সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মোহাম্মদপুরে প্রচারণা শুরুর আগে ভোটারদের উদ্দেশে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তাবিথ বলেন, ভোট না দিলে ভোট কেড়ে নিতে পারে অথবা চুরি করতে পারে। গণউত্থান দেখে ভয় পাচ্ছে সরকার। যে গণউত্থান দেখা যাচ্ছে, তাতে আমাদের বিশাল ভোটে জয় হবে। গুজবে কিংবা ভয় না পেয়ে নির্ভয়ে কেন্দ্রে যান, পরিবর্তন আসবে। ইসির উদ্দেশে তাবিথ বলেন, আগামী ২/৩ দিন ইসিকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে হবে, যাতে ভোটাররা-প্রার্থীরা উৎসাহ আগ্রহ হারিয়ে না ফেলে।

তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ নিয়মিত বদলাচ্ছে। ঢালাওভাবে কিছু বলা যাচ্ছে না। বিচ্ছিন্নভাবে যেভাবে কিছু কিছু হামলা হচ্ছে, তার প্রভাব কিন্তু পুরো শহরেই পড়ে। তবে আমরা ইতিবাচক মনোভাব নিয়েই এগিয়ে যাচ্ছি। জনগণকে সঙ্গে নিয়ে বিজয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। তাবিথ আরো বলেন, আইনশৃঙখলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করলে কেউ সাহস পাবে না পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিতে, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোটবিমূখ করতে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে