[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির নেতা সুষমা স্বরাজের প্রতি বিজেপি নেতারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
তাকে শ্রদ্ধা জানাতে দলের নেতাকর্মীরা বিজেপির প্রধান কার্যালয়ে আসেন। বুধবার (৮ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া । মঙ্গলবার (৭ আগস্ট) রাতে সুষমা স্বরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় সুষমা স্বরাজকে ভর্তি করা হয় নয়াদিল্লীর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে । তার মৃত্যু হয় এর কিছুক্ষণ পরই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক জানিয়ে বলেছেন, তিনি এমন একজন নেতা, যিনি তার জীবন উৎসর্গ করেছেন মানুষের সেবায়। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।