[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভারতের বিহারে কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। রাজধানী পাটনাসহ বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। ভারতের আবহাওয়া অফিস আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ২৪ জেলায় আরো বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
পাটনার সমস্ত স্কুলগুলো মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। বিহারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা পাটনা, সেখানে বহু অঞ্চলেই মানুষের সমান পানি জমে গেছে, এলাকার ব্যাপকভাবে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।
পানি জমে যাওয়ার কারণে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পৌরসভার ক্রেনগুলো বন্যাবিধ্বস্ত মানুষজনকে উদ্ধার করতে ব্যবহার করা হচ্ছে। এলাকার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। পানি জমে যাওয়ার কারণে অনেক বাসিন্দাই এখনও নিজেদের বাড়িতে আটকা রয়েছেন। তবে উদ্ধার কাজ চালানো হচ্ছে।































