[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কয়েকটি ইরানি নৌকা পারস্য উপসাগরে একটি ব্রিটিশ ট্যাঙ্কারের (তেলবাহী জাহাজ) গতিরোধ করার চেষ্টা করেছে বলে যুক্তরাজ্য অভিযোগ করেছে । দেশটির দাবি নৌবাহিনীর যুদ্ধজাহাজের সাহায্যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সংঘাত ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করে ট্যাঙ্কারটি।
এই ঘটনা ঘটে গতকাল বুধবার পারস্য উপসাগরে ইরানি জলসীমার কাছে । ব্রিটেনের এক মুখপাত্র জানিয়েছেন, সেখানে রাজকীয় নৌবাহিনী ওই নৌকাগুলোকে সতর্ক করার পর সেখান থেকে চলে যায় তারা।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নৌকাগুলো ইরানের ‘এলিট বাহিনী’ রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) ছিল বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে । তবে, ইরান এ অভিযোগ অস্বীকার করেছে ।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ব্রিটিশ তেলের ট্যাঙ্কারকে হয়রানি করা নৌকাগুলো ইরানের বিপ্লবী গার্ডের।
মার্কিন কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালির উত্তর দিকের প্রবেশ মুখে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পাঁচটি বোট তেলবাহী জাহাজ ব্রিটিশ হ্যারিটেজকে থামতে বলে, কিন্তু একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ তাদের সতর্ক করলে তারা সরে পড়ে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গ্রেইস-১ নামের একটি ইরানি সুপারট্যাঙ্কার জব্দ করে ব্রিটিশ রয়েল নেভি। এ নিয়ে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে ব্রিটেনের।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের ইঙ্গিতেই ইরানি তেল ট্যাঙ্কারটি আটকে রেখেছে ব্রিটিশ কর্তৃপক্ষ । তবে ব্রিটেনের দাবি, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল বহন করে নিয়ে যাওয়ার অভিযোগে জাবাল আল-তারিক থেকে তারা জব্দ করেছে ওই ট্যাঙ্কারটি ।