[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রাথমিক বিদ্যালয়ে নিজের কক্ষে বসেই আয়েশে মদপান করছেন প্রিন্সিপাল। শুক্রবার (৪ অক্টোবর) ভারতের উত্তরপ্রদেশের বদায়ুনের ওয়াজিরগঞ্জের পালাই গ্রামে ঘটেছে এ ঘটনা। তবে প্রিন্সিপালের মদপানের ঘটনা আর গোপন থাকেনি। অভিভাবকদের নজরে আসতেই থানায় খবর দেন তারা। পরে ওই প্রিন্সিপালকে আটক করে পুলিশ।
প্রিন্সিপালের বিরুদ্ধে লিখিত অভিযোগে অভিভাবকরা জানান, নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কা না করে স্কুল চত্বরে নিজের রুমে নিশ্চিন্তে মদ্যপান করছিলেন ওই প্রিন্সিপাল। বদায়ুনের ডিসি দীনেশকুমার সিং জানান, স্কুলের ওই অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে তার মদপান প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।































