[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ চিকিৎসক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনের মধ্যেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিচ্ছে ।মৌখিক পরীক্ষা শুরু হয় আজ সোমবার সকাল পৌনে ৯টা থেকে ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে একটি পক্ষ ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ করে ভাইভা চলাকালেই । গতকাল রবিবার পুলিশ লাঠিচার্জ করেছিল তাঁদের ওপর বিক্ষোভ চলাকালে ।
আজ সকাল থেকেই আন্দোলনরতরা ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি এবং উপাচার্যের পদত্যাগ ও পুলিশি হামলার প্রতিবাদে মিছিল করেন ।
বিএসএমএমইউ-এর অভ্যন্তরে মৌখিক পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে সভাপতি ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নানকে সদস্যসচিব করে গঠিত ১০ সদস্যের নিয়োগ কমিটি । দুপুর ১টা থেকে আরও ১৫ জনের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। জানা গেছে আগামী ৮ জুলাই পর্যন্ত ভাইভা চলবে বলে ।