বাসা থেকে কাজ করতে পারবে বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

বৃহস্পতিবার, জুন ৪, ২০২০,৬:২৪ অপরাহ্ণ
0
12

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা করোনা বিস্তার রোধে রোস্টারিং করে বাসা থেকে অফিসের কাজ করার সুযোগ পেলন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছ।

জানা গেছে, এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া শতাধিক কর্মীর মধ্যে জীবাণুটির উপসর্গ দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে কর্মকর্তাদের রোস্টারিং করে বাসা থেকে কাজের সুযোগ করে দিল কেন্দ্রীয় ব্যাংক।

আদেশে অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান এবং শাখা অফিসের প্রধান নির্বাহী বা মহাব্যবস্থাপক অফিসের কাজের গুরুত্ব বিবেচনায় ও বাস্তবতার নিরিখে সুষ্ঠুভাবে অফিস পরিচালনার নিমিত্তে পর্যায়ক্রমে দায়িত্ব বণ্টন বা রোস্টারিং করতে পারবেন।

আদেশে আরো বলা হয়েছে, যেসব কর্মকর্তা বাসায় অবস্থান করবেন, তাদের বাসা থেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কেউই কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ সময় যেসব কর্মকর্তা অফিসে এসে কাজ করবেন তাদের দুপুরের খাবার দেওয়া হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে