বাংলাদেশ কোথায় জানেন না ডোনাল্ড ট্রাম্প

শনিবার, জুলাই ২০, ২০১৯,৯:৪৬ পূর্বাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিভিন্ন ধরনের মন্তব্যের জন্য বছরজুড়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিরোনাম হন । এটি তার স্বভাবসিদ্ধ আচরণ। গত বুধবারও ঘটলো ঠিক একই ঘটনা ।

বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় রোহিঙ্গা সমস্যা । বিশ্বনেতারা প্রায়ই কথা বলে থাকেন বিষয়টি নিয়ে । এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে  কথা বলেছেন অনেকবার। অথচ এই রোহিঙ্গা ইস্যু জানার পরই অদ্ভূত প্রশ্ন করে ট্রাম্প বিশ্বব্যাপী নতুন করে সমালোচিত হলেন ।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন তার অফিসে । এই প্রতিনিধি দলে ছিল বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা।

তিনি ট্রাম্পকে বলেন, ‘আমি বাংলাদেশের শরণার্থী ক্যাম্পের একজন রোহিঙ্গা। শরণার্থীরা যত দ্রুত সম্ভব  ফিরতে চায় বাড়িতে। এ ব্যাপারে  আমাদের কীভাবে সাহায্য করবেন আপনি?’ ঠিক তখনই ট্রাম্প বলে ওঠেন, বাংলাদেশটা যেন কোথায়? এ সময় তার উপদেষ্টা ট্রাম্পকে বলেন, ‘মিয়ানমারের ঠিক পাশেই যে দেশটি রয়েছে, সেটাই হল বাংলাদেশ।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে