[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হাতিয়া কোস্টগার্ড বন্দুক ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- সুখচর ইউনিয়নের চর আমান উল্ল্যা গ্রামের মজিবুর রহমানের ছেলে ডাকাত সর্দার নাজিম মোল্লা ও তার সহযোগী রামচরণ ইউনিয়নের মাহফুজুর রহমানের ছেলে সেলিম।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ডাকাতির প্রস্তুতি বৈঠকের সময় তাদের গ্রেফতার করা হয় উপজেলার রামচরণ ইউনিয়নের রামচরণ বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একনলা বন্দুক, একটি লেঞ্চার, একটি ধারালো ছোরা, দেশীয় তৈরি লোহার স্ট্রিক।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান এ বিষয়ে জানান, ডাকাতির প্রস্তুতি বৈঠক থেকে অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে। বিভিন্ন থানায় ২০টির অধিক মামলা রয়েছে ডাকাত সর্দার নাজিম মোল্লার বিরুদ্ধে। অস্ত্র আইনে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে এ ঘটনায়। হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে তাদের।