[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফিলিপাইনে একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় শিশুসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৪ জন। এ দুর্ঘটনা ঘটে দেশটির তিবোলি শহরের কাছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্র সৈকতে ভ্রমণ শেষে তিবোলি শহরের কাছাকাছি আসার পর ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই হতাহতের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে আরও তদন্ত চলছে।
প্রাথমিকভাবে ১৫ জন নিহত হওয়ার কথা জানানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জনের মধ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়। জানা গেছে, নিহতদের মধ্যে এক থেকে ছয় বছর বয়সী শিশুও রয়েছে। আহতদের মধ্যে ট্রাকটি চালকও রয়েছেন।
 
            


