ফিটনেসবিহীন গাড়িতে তেল-গ্যাস সরবরাহ বন্ধ

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯,৯:২২ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যেসব গাড়ির ফিটনেস নেই সেসব গাড়িতে পেট্রল পাম্প থেকে তেল-গ্যাসসহ সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এ আদেশ দেওয়া হয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ। পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ও পুলিশের প্রতিবেদন নিয়ে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

মঈন ফিরোজী, রাফিউল ইসলাম আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আইনজীবী মঈন গণমাধ্যমকে বলেন, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন আদালত।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে