পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ

সোমবার, জুন ২২, ২০২০,৮:০৬ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের উটরা হাজিপুর গ্রামে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী। রবিবার ভোরে এ ঘটনা ঘটে হিঙ্গলগাড়ী পুকুরে।

জানা গেছে, উপজেলার সোনাখাড়া ইউপির উটরাহাজিপুর গ্রামের পল্লীচিকিৎসক মো. আনোয়ার হোসেন আনসারীর হিঙ্গগাড়ী পুকুরে শনিবার দৃর্বত্তরা বিষ প্রয়োগ করে চলে যায়। রবিবার সকালে ওই পুকুরের মাছ মরে ভেসে উঠে। এতে তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে পুকুরের মালিক আনোয়ার হোসেন আনসারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কতিপয় ব্যক্তি আমার ও আমার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে। আমার ধারণা তারাই পুকুরে বিষ প্রায়োগ করেছে। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবুহেনা মো. মোস্তফা কামাল রিপন জানান, পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মারা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি । তবে বিষয়টি দুঃখজনক।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে