পুলিশের পিটুনিতে গর্ভের সন্তানের মৃত্যু

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৯,৯:৪১ পূর্বাহ্ণ
0
46

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতের আসামের একদল পুলিশ সদস্য এক গর্ভবতী নারী ও তার দুই বোনকে বেদম মারধর করেছে। এতে গর্ভবতী ওই নারীর সন্তান মারা গেছে বলে তার অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে জিও টিভি জানিয়েছে আসামের দারাং জেলার এক পুলিশ ফাঁড়িতে তাদের নির্যাতন করা হয়।

পুলিশের ওই পিটুনির পর আহতবস্থায় গর্ভবতী ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হলে তার গর্ভপাত হয়। সন্তান হারানোর জন্য পুলিশকে দোষারোপ করেছেন ওই নারী। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ওই নির্যাতনের ঘটনা ঘটে চলতি মাসের ৮ তারিখে। এরপর ওই নারী অভিযোগ জানাতে চাইলেও সেই অভিযোগ না নেয়ায় তিনি সংবাদকর্মীদের বিষয়টি জানানোর পরই সামনে আসে। এক অপহরণ মামলায় মিনুওয়ারা বেগম, সানুওয়ারা ও রুমেলা নামের ওই তিন নারীকে তুলে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে থানার রাতভর তাদের নির্যাতন করা হয়।

গর্ভবতী ওই নারীর এক বোন বলেন, আমাদের লাঠি দিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। ওই নির্যাতনের কারণেই আমার বোন তার সন্তান হারিয়েছে। 

এ বিষয়ে আসামের পুলিশ পরিদর্শক বলেন, এক মুসলিম যুবক এক হিন্দু তরুণীকে অপহরণ করেছিল। ওই মামলার সঙ্গে সংযোগ থাকায় তাদের আটক করা হয়। তবে মেডিকেল রিপোর্ট দেখে নির্যাতনের আলামত পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে