[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পাকিস্তানের একটি ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণে ৬২ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াকতপুর শহরের কাছে আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, করাচি থেকে লাহোরে যাচ্ছিল ট্রেনটি । তখন এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান শহরের কাছে এ বিস্ফোরণ হয়েছে। এতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ট্রেনটির তিনটি বগি।
জানা গেছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। এখন পর্যন্ত ১০টি মরদেহ শনাক্ত করা হয়েছে। পাকিস্তান রেলওয়ের কর্মকর্তারা জানান, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটেছে। যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক লোক বুকিং নিয়েছিলেন। তারা জানান, সকালের নাস্তা তৈরিতে তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।