[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নেদারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার চাপে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবিত কবর দেয়া শুরু করেছে। তবে ভয়ের কিছু নেই। কারণ মাত্র আধ ঘণ্টার জন্য পরীক্ষার চাপে বিপর্যস্ত শিক্ষার্থীদের এই কবরে পাঠানো হচ্ছে। তবে কেউ চাইলে সময় বাড়িয়ে ৩ ঘণ্টা পর্যন্ত ওই কবরে থাকতে পারেন। এই পদ্ধতি চালু হয়েছে নেদারল্যান্ডের নিজমেগনের রেডবাউড বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যা, এই পদ্ধতিতে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে স্নায়ুগুলো শিথিল হয়ে ধীরে ধীরে কেটে যাচ্ছে মানসিক চাপ। এটি আসলে একটি মেডিটেশন বা ধ্যানের পদ্ধতি। কবর দেয়া অবস্থায়, মাটির নিচে সম্পূর্ণ নিস্তব্ধতা মানসিক চাপ কাটিয়ে ছাত্র-ছাত্রীদের মনোযোগ বাড়াতে সাহায্য করছে।
জানা গেছে, রেডবাউড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও এই নতুন পদ্ধতিতে উপকৃত হচ্ছেন। জীবন্ত সমাধিস্থ হতে এখন আসন সংরক্ষণের জন্য আগাম বুকিং দিতে হচ্ছে তাদের। সম্পূর্ণ প্রক্রিয়াই চলছে অনলাইনে। ৩০ মিনিট থেকে সর্বাধিক ৩ ঘণ্টা পর্যন্ত কবর বুক করা যাচ্ছে সেখানে।