নেপালে বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

সোমবার, জুলাই ১৫, ২০১৯,৮:০৪ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বন্যা ও ভূমিধ্বসে ক্রমশ অবনতি হচ্ছে নেপালের অবস্থা।  মৃতের সংখ্যাও বাড়ছে। শেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩। এছাড়া ৭৫ জন নিখোঁজ ও ৩৬ জন হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। দেশটির সরকারি দপ্তরের বরাতে আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। 

গত কয়েক দিন ধরে টানা ভারী বর্ষণের কারণে নেপালের বহু এলাকা এখন প্লাবিত। সেইসঙ্গে চলছে ব্যাপক ভূমিধস। জানা গেছে, বিপদসীমার উপর দিয়ে নদীগুলোতে পানি বইছে । সূত্রের খবর অনুযায়ী, এখনো  খোঁজ পাওয়া যায়নি অনেকের। উদ্ধার কাজও চলছে । গত শুক্রবার থেকে প্রবল বর্ষণে পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। দেশটির সেনাবাহিনীও উদ্ধার কাজে হাত লাগিয়েছে। 

ললিতপুর, কাভরে, কোতাং, ভোজপুর ও মাকানপুর জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে খবর পাওয়া গেছে। ভূমিধসের ফলে বাড়িঘর ভেঙে পড়েছে । প্রশাসনের তরফ থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বানভাসীদের।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘নিখোঁজ ব্যক্তিরা তাদের ধ্বসে পড়া ঘরের নিচে আটকে আছে নাকি ভেসে গেছে নাকি তাদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে তা বলা যাচ্ছে না! তবে তাদের সন্ধান চলছে।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে