নূর হোসেনের প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন

সোমবার, নভেম্বর ১১, ২০১৯,৫:৪৮ পূর্বাহ্ণ
0
21
নূর হোসেন

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গতকাল ১০ নভেম্বর ছিল শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক বুকে পিঠে এই শ্লোগান লিখে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে মিছিলে নেমে ছিলেন নূর হোসেন। হঠাৎ এক ঝাক বুলেট এসে নূর হোসেনের বুক ঝাঝরা করে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে তার দেহ। শহীদ হন তিনি।

গতকাল সকাল ১১টায় নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকা মহানগরির জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নূর হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানান হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড এনামুল হক এমরান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড কাজী মাহমুদুল হক সেনা, কমরেড মুতাসিম বিল্লাহ সানি প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে