নির্বাচন কমিশনে ২১ অভিযোগ

শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২০,২:৩৯ অপরাহ্ণ
0
13

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নির্বাচন কমিশনের (ইসি) গঠিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলে ঢাকা সিটি নির্বাচনের দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে ভোটাররা কেন্দ্রে ঢুকতে না দেওয়া, অস্ত্র নিয়ে ঘোরাফেরাসহ ২১ অভিযোগ এসেছে।

মনিটরিং সেলের সমন্বয়ক মেজর রাজু বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু অভিযোগ আসছে। একটি অভিযোগ বেশি আসছে সেটি হলো, ভোটাররা ভোটকেন্দ্রে ঢুকতে পারছে না।

এখন পর্যন্ত মারামারি, বিশৃঙ্খলা সৃষ্টিসহ ২১টি অভিযোগ এসেছে। ঢাকা উত্তরের ৪২ নম্বর ওয়ার্ডের বড় বেরাইদ ঋষিপাড়া, ১১৭১ নম্বর কেন্দ্রে এরইমধ্যে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচন ভবনের চার তলায় স্থাপিত মনিটরিং সেল পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। সিইসি এ বিষয়ে জানার সঙ্গে সঙ্গেই তড়িৎ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আমরা ম্যাসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাব, বিজিবি, পুলিশের মাধ্যমে ফোর্স পাঠিয়ে ক্লিয়ার করছি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে