[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জেবিন আক্তার
উদাস অন্তঃকরণ ! অস্থির চিত্ত
আনমনা দিল!
শুন্যতা ছেয়ে যায়
মানসলোক!
মানে না দূরত্ব
ছুটে যেতে চায় অসীমের পানে!
বিরহ যাতনা সয় না প্রাণে!
অতৃপ্তি রয়ে যায় অন্তরে!
অদৃশ্য মায়া অনুভবে বিলীণ!
যায় না ছোঁয়া!
বিচ্ছেদেই সুখ!
খেয়ালী ভাবনাগুলো
ডানা মেলে বেড়ায় উড়ে
কল্পনার রাজ্যে!