[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক পরিবহনের একটি বাস ব্যাটারি চালিত একটি অটো-রিকশাকে ধাক্কা দিলে অটোচালক নিহত হয়েছেন।
নিহতের নাম বাবুল মিয়া (৬০)। তিনি ডেমরার হাজীনগর পশ্চিমপাড়া এলাকার সাধন মিয়ার ছেলে।ঘটনাটি সোমবার সকাল সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের মাগুরা প্যাকেজিংয়ের সামনে ঘটে।
এ ঘটনায় ক্ষুব্ধ অটোচালকরা ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের ড্যানিশ এলাকায় ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) শাহীন শাহ পারভেজ জানান, ডেমরা থেকে ব্যাটারি-চালিত একটি অটো-রিকশা শিমরাইল মোড়ের দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা শ্রমিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো জ ১৪-০৩১০) অটো-রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোচালক বাবুল মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ ও লাশ উদ্ধার করে।
এদিকে অটোচালকের মৃত্যুর ঘটনায় অটোচালক ও উপস্থিত লোকজন বিক্ষুব্ধ হয়ে সকাল ৮টায় ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বিচারের আশ্বাস দিলে সকাল ৯টার দিকে তারা অবরোধ তুলে নেন।





























