[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নাইজেরিয়ায় বোমা হামলার ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের গামবোরু শহরের একটি সেতুতে বোমা হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ব্রিজে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই নিহত হন অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এখন পর্যন্ত কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা জঙ্গি সংগঠন বোকো হারামকে হামলার জন্যে দায়ী করেছেন।