[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আরো দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে দেশে গত ২৪ ঘণ্টায়। এখন পর্যন্ত মোট ৫৬ জনের সংক্রমণ ধরা পড়ল এ নিয়ে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান ব্রিফ করেন।
হাবিবুর রহমান বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৫৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। আর এই সময়ে দেশে করোনাভাইরাসে কোনো মৃত্যু নেই। তিনি বলেন, যে দুইজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাঁদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। আক্রান্ত দুজনই পুরুষ। ১৪১ জনের মধ্যে নমুনা পরীক্ষা করে এ দুজনের শরীরে করোনা শনাক্ত হয়।