দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সোমবার, ডিসেম্বর ৯, ২০১৯,৫:৩৪ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নয়াদিল্লির রানী ঝাঁসি রোডে একটি ব্যাগের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে মধ্য দিল্লির কাছে ঘনবসতিপূর্ণ সদর বাজার এলাকায় একটি ব্যাগ তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে ৫০ জনেরও বেশি শ্রমিক ঘুমিয়ে ছিল।

এদিকে আগুন লাগার ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে এ ঘটনায় হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্ত কেজরিওয়াল। এছাড়াও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে