দলের যারা অপকর্মে জড়িত তাদের বাদ দিয়েই নেতৃত্ব নির্বাচন করব: কাদের

বুধবার, অক্টোবর ২, ২০১৯,৯:১৬ পূর্বাহ্ণ
0
19
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন তৃণমূলে নেতৃত্ব নির্বাচনে অপকর্মে জড়িতদের বাদ দেয়া হবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দলের যারা অপকর্মে জড়িত তাদের বাদ দিয়েই নেতৃত্ব নির্বাচন করব। এটাও আমাদের একটি উদ্দেশ্য। তৃণমূলের সম্মেলনে অপকর্মের সঙ্গে জড়িতদের দলের নেতৃত্বে বসাব না।’

যুবলীগের সম্মেলন প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সন্ধ্যায় নেত্রীর সঙ্গে দেখা হবে, এ বিষয়ে আলাপ করব। তিনি যেভাবে নির্দেশনা দেন সেভাবেই হবে।’ মন্ত্রী জানান তবে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা কমিটির সম্মেলন আগে হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে