তথ্য গোপন করায় ২ কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি

সোমবার, নভেম্বর ৪, ২০১৯,৭:৩৫ পূর্বাহ্ণ
0
47
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি জেএসসি পরীক্ষায় তথ্য গোপন করে দায়িত্ব পালন করায় ২ কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সন্তানরা জেএসসি পরীক্ষা অংশ নিয়েছে। এ তথ্য গোপন করে ওই দুই প্রধান শিক্ষক জেএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার গতকাল (০৩ নভেম্বর) রবিবার সন্ধ্যায় তাদের দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। সোনাহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পাটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামানকে এবং সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব বলদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভুরুঙ্গামালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাগফুরুল হাসান আব্বাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে